স্কুলে পড়ুয়াদের চাষ করা সবজিতেই রান্না হচ্ছে মিড ডে মিল

👇खबर सुनने के लिए प्ले बटन दबाएं

বসিরহাট: বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে চাষ বাগানের সবজি দিয়েই মিড ডে মিল। নিজেদের হাতে লাগানো সবজির গাছ থেকেই সবজি সংগ্রহ করে মিড ডে মিলের তরকারি হচ্ছে। সেই তরকারি দিয়েই স্কুলে মিড ডে মিল খাচ্ছে পড়ুয়ারা। বসিরহাটের চাঁপাপুকুর হাই স্কুল পথ দেখাচ্ছে অন্যান্য বিদ্যালয়গুলিকেও।

আরও পড়ুন: মানসিক চাপের মুক্তি মিলবে শুধু এভাবেই, ঘরেই তৈরি করুন পরিবেশ, ঘটবে ম্যাজিক

উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের গ্রামের এই বিদ্যালয়ে শীতকালীন সবজি হিসাবে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বেগুন, টমেটো সহ একাধিক সবজির সমাহারে সেজে উঠছে। স্কুলের আঙিনায় উৎপাদিত সবজি ছাত্রছাত্রীরা তুলে সেগুলি মিড-ডে মিল রান্নার কর্মীদের হাতে তুলে দিচ্ছেন। স্কুলে উৎপাদিত সবজি যা পুরোপুরি তৈরি হচ্ছে একেবারে জৈব সারের মাধ্যমে। ছোট থেকে সবজি গাছ গুলো তিলে তিলে যত্ন করে তুলল ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন: ২০ টাকায় এক প্লেট বিরিয়ানি! মা-ছেলের স্টলে উপচে পড়া ভিড়

তবে শুধুমাত্র সবজিই নয় স্কুল প্রঙ্গনে দেখা মিলবে একাধিক রংবাহারি ফুল গাছে। জবা, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ একাধিক শীতকালীন ফুল গাছের পাশাপাশি সবজি চাষে ভাল ফলন হওয়ায় মুখেও চওড়া হাসি ছাত্রাছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের। সবজি বাগান থেকেই এখন সপ্তাহের দু’-তিন দিন অনায়াসেই বিদ্যালয়ের মিড ডে মিল ছাত্রদের খাবার খাওয়ানো হচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সব মিলিয়ে বসিরহাটের গ্রামের এই স্কুল যেন পথ দেখাল অনান্য বিদ্যালয়কেও।

জুলফিকার মোল্যা

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

Source link

Leave a Comment

  • 7k Network
  • best news portal development company in india
  • UPSE Coaching
[democracy id="1"]