Ayodhya Ram Mandir: রাম মন্দিরের অক্ষত চাল পৌঁছল বাংলাদেশেও ! শুভক্ষণের অপেক্ষায় পড়শি দেশও

👇खबर सुनने के लिए प्ले बटन दबाएं

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: অযোধ্যার অক্ষত চাল সীমান্ত পেরিয়ে পৌঁছল এ বার বাংলাদেশে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। তারই আগে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া শহর বনগাঁর বিধায়ক-সহ বহু মানুষের হাত ধরে পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টে দাঁড়িয়ে ওপার বাংলার মানুষের হাতে তুলে দেওয়া হল অযোধ্যার পুণ্যভূমির পূজিত চাল।

সঙ্গে ছিল রাম জন্মভূমির ছবি-সহ লিফলেট। পাশাপাশি প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির
বার্তা, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলনের আবেদনও জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :
২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে কবে কী কী আচার পালন করা হবে অযোধ্যার রামমন্দিরে, জানুন

ভারত-সহ শুভ সন্ধিক্ষণের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশর মানুষজনও।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

  • First Published :

Source link

Leave a Comment

  • 7k Network
  • best news portal development company in india
  • UPSE Coaching
[democracy id="1"]